ভালবাসার অনুকাব্য
ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি। মানুষের মাঝে তৈরি হওয়া বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়। তবে ভালোবাসার সংজ্ঞা অনেকের কাছে অনেক রকম। কেউ ভালোবাসা বোঝাতে কেবল পরিবারের প্রতি ভালোবাসাই বোঝায়। ভালোবাসার কোনো সীমানা নেই। ভালোবাসা কখনো শেষ হয়না এটি মানুষের মাঝে ধীরে ধীরে কেবল বৃদ্ধিই পায়। কিন্তু আবেগ বা ভালোলাগা ধীরে ধীরে কমতে থাকে এবং একটা সময় তা শেষ হয়ে যায়।
আমাদের ভিতর অনেকেই আছে যারা ভালবাসে ঠিকই কিন্তু তা কখনো প্রকাশ করতে পারেনা আসলে সত্যিকারের ভালবাসা কখনো প্রকাশ করার প্রয়োজন পরে না এটািই আমরা অনেকে বুঝতে চাই না ।
হয়তো আপনি অ্ন্য কারো ভালবাসার প্রকাশ দেখে কষ্ট পেতে পারেন যে আপনার প্রিয় মানুষটি আপনাকে ভালবাসে না ।
No comments