Header Ads

Header ADS

মৃত্যুর হাতছানি



Image result for মৃত্যুর কাছাকাছি

আজ আপনাদের কাছে আমার জীবনের সম্প্রতি ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কথা বলব। যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। গত ১৪ জুলাই ২০১৫ ইং রোজ মঙ্গলবার  সকাল ১০ টা।



এই দিনটা আমার জীবনে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। যে ঘটনা আমার জীবনে এভাবে কখনও ঘটেনি। আমি মুত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছি। মৃত্যু কি তা আমি দেখে বুঝেছি।কিভাবে মানুষের জীবনে মৃত্যু ধাওয়া করে থাকে।



ক্লাস বন্ধ হলো ১২ তারিখ ১৩ তারিখ সব কাজ শেষ করে ১৪ তারিখে রওনা করলাম বরিশাল থেকে  পটুয়াখালীর উদ্দেশ্যে েঈদের মাএ ৪ দিন বাকি ছিল তখন তাই অনেক ভিড় ছিল বাসে । প্রায় ১ ঘন্টা লাইনে দাড়িয়ে ডাবল ভাড়া দিয়ে একটি সিট পেলাম ঠিক ড্রাইভারের পিছনে  ।সিটে গিয়ে বসার কিছুক্ষনপর ১জন মধ্যবয়সি লোক বাসে উঠলো সে আমাকে বললো সে খুব অসুস্থ সে একটু পিছনে সিট পেয়েছে আমি যদি তার সিটে গিয়ে বসি তাহ্লে তার অনেক অনেক সুবিধা হতো,আমি ঐ রোকটির সিটে গিয়ে বসলাম আমার পাশের সিটে ১৫-১৬ বছরের একটি ছেলে দেখলাম   ্এর ভিতার বাস ছাড়ার টাইম হয়ে গেল । বাস ছেড়ে দেয়ার পর ২০ মিনিট চলার পর ঘুমে আমার চোখ লেগে আসলো ...

যথন আমার ঘুম ভাঙে তখন দেখি গাড়িটি উল্টে গেছে আমার হাত সামনের সিটে খুব টাইট করে ধরা। আর আমার পায়ের নিচেয় কয়েকজন মানুষ আর আমার সাথে জানালার কাছে যে ছেলেটা তার সারা শরীরে রক্ত। আমি পা টা দ্রুত সরাই, তার উঠে যায়। আর পাশের ছেলেটিকে দুই সিটের মাঝে পড়ে আছে। আমি প্রথমে তাকে টেনে তুলি এরপর সে কোন দিক দিয়ে বের হল আমি বুঝতে পারলাম না। প্রথমে ভেবেছিলাম গাড়িতে মনে হয় আগুন লেগেছে। পরে দেখি না, গাড়িটি খাদে পড়ে গেছে। উল্টে রয়েছে গাড়িটি। চারিদিকে চেচামেচি, কাঁন্নাকাটি, চিৎকার শব্দ শোনা যাচ্ছে।

পিছনের দিকেও বেশ কিছু লোক দেখতে পেলাম। আর সামনের দিকের কয়েকজন আছে। যেদিকে তাকাই সেদিকেই আফসা আফসা দেখি। কি করবো ভেবে পাচ্ছি না। 
আমি সামনের দিকে তাকাতেই দেখি ড্রাইভরের সামনের বড় গ্লাসটা ভাঙা। আমি সেদিক দিয়ে বের হয়ে গাড়ির ছাঁদের রডটা ধরেই জ্ঞান হারিয়ে ফেলি।


জ্ঞান ফিরে দেখি আমার কাছে ব্যাগ দুটি নেই। আমি বলি যে আমার ব্যাগ কোথায়। অনেকে ব্যাগ বের করেছে কিন্তু আমার ব্যাগ নাই। কিছুক্ষনের মধ্যে সামনের দিকে তাকিয়ে দেখি কিছু ব্যাগ দেখা যায়। কেউ আমাকে বলছে দেখেন এখানে আপনার ব্যাগ থাকতে পারে। গাড়ির ভিতরের সব ব্যাগ আমরা বের করেছি। আমি তাকিয়ে দেখি আমার ব্যাগ দুটা দেখা যায়। আমি ব্যাগ দুটি নিয়ে গাড়ির কাছে আসে বসা মাত্রই আবার জ্ঞান হারিয়ে ফেলি।
জ্ঞান ফেরার পর যা দেখলাম : যেদিকে তাকাই সেদিকে শুধু মানুষ আর সবার গায়েই রক্ত। কারো হাত কাটা, কারো মাথা ফাটা, পা কাটা, ক্ষত বিক্ষত অবস্থা। কেউ ভাল নেই। সবার গায়েই কম বেশি রক্ত। কারণ গাড়িটি যখন উল্টে খাদে পড়ে যায় তখন সাথে সাথে কেউ বের হতে পারেনি। আর চলন্ত অবস্থায় গাড়ি খাদে পড়ে যায়। অনেক লোক ঘুমিয়ে ছিল কেউ কেউ হয়তো জেগে ছিল । কিন্তু সবারই কম বেশি কেটেছে। কেউ অক্ষত নেই।আমি যে সিট চিন্জ করেছিলাম সেটায় যে বসে ছিল তার শরীরে বাসের সিটের রড ঢুকে গেছে তাই তাকে কেউ বেড় করতে পারেনি ।
আমি বড়িতে ফোন করার জন্য মোবাইল বের করতেই দেখি  মোবাইল বন্ধ হয়ে গেছে চার্জ না থাকার কারণে।এদিকে আমি অনুভব করতে থাকি আমার বুকের ডান দিকে ব্যাথা করছে। আমি বুঝতে পারি আমার বুকে আঘাত লেগেছে। সিটে আঘাত লাগতে পারে অনুভব করলাম কারণ ব্যাথা করছিল খুব। মনে হচ্ছিল আজ আমি আর বাঁচবো না। দেহ থেকে কোন কিছু বের হয়ে যাচ্ছে ।
এরপর আমি রাস্তার বিপরীতে একটা ছোট হোটেল দেখতে পাই। হোটেলটিতে গিয়ে এক মগ পানি নিয়ে মুখ ধুই। তারপর দেখি আমার সারা গায়ে রক্ত আর রক্ত। আমি খুজতে থাকলাম আমার কোথাও কেটেছে কিনা। দেখলাম কাটেনি। তখন ব্যাগ থেকে কাপড়র বের করে আমি হোটেলের ভিতর বসেই নিজের গায়ের কাপড় পরিবর্তন করি। তারপর একটু স্বাভাবিক হলেই অটোতে লেবুখালী পর্যন্ত আসি সেখান থেকে বাসে করে বড়ি পৌছাই । 
এই ঘটনায় মোট ৫ জন মারা গিয়েছিল তার মধ্যে আমি যার সাথে সিট বদলে ছিলাম সে একজন । আমি কাউকে কখনো এই ঘটনা  বলিনি কিন্তু এই ঘটনার পর আমার জীবনের অনেক  কিছু বদলে গেছে আমি প্রায় ২ মাস ঘুমতে পারিনি ঠিক মত ,বাসে চড়তে এখনো ভয় হয় এখনো । হয়তো এটা আমার ২য় জীবন তাইতো মৃত্যুর েঅপেক্ষায় এখনো বেচে আছি .......................................

No comments

Powered by Blogger.