Header Ads

Header ADS

দূরে কোথাও

সেই ছোটবেলা থেকে প্রতিটা দিন নিজের সাথে নিজের যুদ্ধে বারবার হেরে গিয়েওে এখনো বেচেঁ আছি হয়তো ভালো কিছুর আশায় । আসলে প্রতিটা মানুষ বাহিরে এক রকম এবং ভিতরে একরকম বাহিরের জগৎ থেকে ভিতরের জগৎটা কখনো ই এক হয় না । মাঝে মাঝে আমরা সুখের মিথ্যা অভিনয় করতে করতে যখন ক্লান্ত হয়ে যাই তখন মনে হয় সব ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যাই যেখানে শুধু আমি এবং আমার সত্তা বসবাস করবে ।

যখন আমাদের কাছের মানুষগুলো আমাদের না বুঝে অবহেলা করতে শুরু করে তখন আমাদের জগৎটা আরো ছোট হয়ে আসে । সবচেয়ে আজব লাগে তখনই যখন মৃত্যুর খিুব কাছে গিয়ে আবার সেই মানুষদের জন্যই বাচার আকুতি করি .................... কিন্তু এবার সত্যিই চলে যেতে চাই অনেক দূরে যেখান থেকে আমি তোমাদের দেখবো কিন্তু তোমরা কেউই আমাকে আর কোন দিন দেখতে পাবে না আর হয়তো আ্ল্লাহ প্রতিবারের মত এবারো আমাকে নিরাশ করবেন না ....






No comments

Powered by Blogger.